in , ,

আমেঠীর ক্ষুব্ধ কৃষকরা রাহুল গান্ধী কে ইতালি ফেরৎ যেতে বললেন। কংগ্রেসের প্রথম সভা মুখ থুবড়ে পড়ল।

এবার লোকসভা নির্বাচনে প্রচারে বেরিয়ে পড়লেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তিনি এইদিন কার্যত ঢাকঢোল পিটিয়ে প্রচারে বেরিয়ে পড়েছিলেন কিন্তু প্রচার এর প্রথম দিনেই তিনি খেলেন জোরদার ধাক্কা। তিনি যখন মঞ্চে উঠলেন তখনই শোনা গেল গো ব্যাক রাহুল গান্ধী। তাকে আমেঠীর জনগণ ইতালি ফিরে যেতে বলছেন। সেখানকার জনগণের পরিষ্কার বার্তা হয় আমাদের লুটে নেওয়া জমি ফেরত দিন না হলে আপনি ফিরে যান ইতালি।

গৌরীগঞ্জ এটা উত্তরপ্রদেশ রাজ্যের একটা ছোট শহর। এখনেই কার্যত রাহুল গান্ধী কে কৃষক বিক্ষোভের মুখে পড়তে হল। কৃষকরা জানালেন ১৯৮০ সালে রাজীব গান্ধী তাদের যে জমি দিয়েছিলেন সেই জমি জোরপূর্বক দখল করে নেন রাহুল গান্ধী। তাই তারা এইদিন সকলে একজোট হয়ে জমি ফেরৎ চাইলেন।
আর এর ফলে লোকসভা নির্বাচনের আগে রাহুল গান্ধীর প্রথম প্রচার সভা মুখ থুবড়ে পড়ল। কংগ্রেসের দীর্ঘদিনের দুর্গ আমেঠীর মানুষজনই এখন কংগ্রেস কে সেখানে মেনে নিতে পারছেন না।
#অগ্নিপুত্র

What do you think?

0 points
Upvote Downvote

ব্রিগেড ক্যালঙ্কারী! সারদা, নারদার পর এবার সিবিআই তদন্ত হতে চলেছে ব্রিগেড সভা নিয়ে। লোকসভার আগে লজ্জায় তৃণমূল কংগ্রেস।

বড়খবর! বিজেপিতে যোগদান করতে চলেছেন সুপারস্টার রজনীকান্ত।