fbpx
দেশনতুন খবরমতামত

এই মন্দিরে রয়েছে এক পৌরাণিক রহস্য! ঠিক দুপুর ১ টায় সাগর ফুঁড়ে উঠে আসে পাঁচটি শিবলিঙ্গ।

এই মহা পৃথিবীতে এমন অনেক কিছু রহস্য রয়েছে যেগুলির কোনো বৈজ্ঞানিক সমাধান এখনও পাওয়া যায় নি। সেই রকমই একটা রহস্য হল নিষ্কলঙ্কেশ্বর শিব মন্দির।

এই মন্দির অবস্থিত আরব সাগরের নীচে গুজরাটের ভব নগরে। এই মন্দির নিয়ে প্রাচীন কাল থেকেই অনেক রকম কথা প্রচলিত হয়ে আসছে। এই মন্দিরের দর্শন পেতে গেলে আপনাকে সুমদ্র থেকে দেড় কিলোমিটার হেঁটে যেতে হবে তবে যেকোনো সময় গেলে সেই মন্দিরের দর্শন পাওয়া মুশকিল। এই মন্দিরের দর্শন শুধুমাত্র দুপুর ১ টায় পাওয়া যায়। দিনের বাকি সময়টা জলের তলায় থাকে মন্দির এর সমস্ত অংশ। দুপুর ১ টায় সাগর ফুঁড়ে বেরিয়ে আসে পাঁচটি শিবলিঙ্গ।

কথায় আছে পান্ডবরা নিজেদের সমস্ত পাপ ধুঁয়ে ফেলার জন্য এই মন্দিরটি নির্মাণ করেছিল আরব সাগরের নীচে। তাই নিষ্কলঙ্কেশ্বর নাম দেওয়া হয়েছিল এই মন্দির টির।
#অগ্নিপুত্র

Open

Close