fbpx
দেশনতুন খবরমতামতরাজনৈতিক

কর্ণাটকের পর এবার আরেক কংগ্রেস শাসিত রাজ্যে সরকার ভেঙ্গে যেতে চলেছে। চিন্তার ভাঁজ রাহুল গান্ধীর কপালে।

কর্ণাটকে কংগ্রেস এবং জেডিএস জোট প্রায় ভেঙ্গে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সেই নিয়ে লোকসভা নির্বাচনের আগে বেশ চাপে রয়েছে কংগ্রেস দল সহ দলের সমস্ত নেতানেত্রী। আর এবার কর্ণাটক ছাড়াও মধ্যপ্রদেশে কংগ্রেস সরকার ভেঙ্গে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আর যদি এই দুই রাজ্যে জোট সরকার ভেঙ্গে যায় তাহলে সেখানে সহজেই সরকার গঠন করে নিতে পারবে বিজেপি।

কিছুদিন আগেই কর্ণাটকে দুইজন বিধায়ক কংগ্রেস জোট সরকার থেকে বেড়িয়ে এসে বিজেপিতে নাম লেখান। আর এবার সেইরকমই আশঙ্কা দেখা দিয়েছে মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশে 230 টি আসনের মধ্যে 109 টি আসন পেয়েছিল বিজেপি। তাই সরকার গঠন করার জন্য মধ্যপ্রদেশে বিজেপির দরকার মাত্র 7 টি আসন।

আর এমন পরিস্থিতিতে বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গী দাবি করেছেন যে, শীর্ষ নেতৃত্বের অনুমতি পেলে মধ্যপ্রদেশের জোট সরকার ভেঙ্গে দিতে দুদিন সময় লাগবে। আর  বিজেপির এমন দাবির পরই জল্পনা তীব্র হয়েছে।
#অগ্নিপুত্র

Open

Close