ইউক্রেনে রাশিয়ার হামলার পর থেকে সারা বিশ্ব রাশিয়ার বিপক্ষে। তবে এই পরিস্থিতিতে রাশিয়ার পাশে না দাঁড়ালেও রাশিয়ার বিপক্ষে নয় ভারত। আর এটাই মেনে নিতে পারছে না আমেরিকা।
ইউক্রেনে রাশিয়া যে আগ্রাসনী ভূমিকা নিয়েছে তার পরেও ভারত তাদের কাছ থেকে যে ভাবে তেল, শক্তিসম্পদ-সহ অন্যান্য দ্রব্যের আমদানি বাড়িয়েছে সেটা খুব একটা ভাল চোখে দেখছে না আমেরিকা।
আর তাই এবার ভারতকে খোঁচা দিল আমেরিকা। চিন যদি ফের প্রকৃত নিয়ন্ত্রণরেখা লঙ্ঘন করে, তা হলে রাশিয়া যে ভারতের পক্ষ নেবে, এমনটা আশা করার কোনও কারণ নেই। বৃহস্পতিবার খানিকটা ‘খোঁচা’র ঢঙেই সে কথা স্মরণ করিয়ে দিল আমেরিকা।
বৃহস্পতিবার ভারতের বিদেশসচিব হর্ষবর্ধন স্রিংলা এবং অন্য প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠকে বসেন আমেরিকার ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দলীপ সিংহ। সেই বৈঠকে তিনি চিনের সঙ্গে রাশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রসঙ্গ তুলে ধরেন।
তার পরই সতর্কবার্তা দেন, চিন যদি প্রকৃত নিয়ন্ত্রণরেখা লঙ্ঘন করে তা হলে ভারতের রক্ষাকর্তা হিসেবে রাশিয়া পাশে এসে দাঁড়াবে, এমন আশা করা বৃথা। একই সঙ্গে হুঁশিয়ারিও দেন, কোনও দেশ যদি রাশিয়ার সেন্ট্রাল ব্যাঙ্কের সঙ্গে আর্থিক লেনদেন বজায় রাখে, সেটাও ভাল চোখে দেখবে না আমেরিকা।