রবিবার সকালেই শহরে পা রাখলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। শহীদ মিনার চত্বরে আয়োজিত সভায় ইতিমধ্যেই পৌঁছে গেছেন তিনি। সঙ্গে রয়েছেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh), মুকুল রায় (Mukul Roy), সায়ন্তন বসু, লকেট চট্টোপাধ্যায় সহ আরও অনেক নেতৃবৃন্দ। হাজার হাজার সাধারণ মানুষ উপস্থিত হয়েছে এই সভায়।
আর নয় ভ্রষ্টাচার
আর নয় তোলাবাজি
আর নয় তোষণ নীতি
আর নয় পরিবার তন্ত্র
আর নয় অবৈধ অনুপ্রবেশ
আর নয় সিন্ডিকেট
আর নয় হিংসা
আর নয় অন্যায়
: শ্রী @AmitShah#AarNoiAnnay pic.twitter.com/N7cCk3TXeG— BJP Bengal (@BJP4Bengal) March 1, 2020
রাজ্য জুড়ে সিএএ, এনআরসি নিয়ে সাধারণ মানুষের ভ্রান্ত ধারণাকে দূর করতে কলকাতায় (Kolkata) সভা করেতে এসেছেন অমিত শাহ। বিভিন্ন রাজ্য থেকে বিজেপি বাহিনী এসে যোগ দিয়েছে এই অনুষ্ঠানে। প্রশাসনের তরফ থেকে সম্মতি নিয়েই এই সভার আয়োজন করা হয়েছে। সভায় উপস্থিত অনুগামীদের উদ্দ্যেশ্যে ইতিমধ্যেই বক্তব্য রাখতে শুরু করে দিয়েছেন অমিত শাহ। মঞ্চে উঠেই শ্লোগান দিলেন, ‘ভারত মাতা কি জয়’। তিনি বলেন, ‘বাংলার এই মহান মাটিকে আমার প্রণাম। লক্ষ লক্ষ মানুষকে নাগরিকত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। বাংলা থেকে ১৮ জন সাংসদ সংসদে প্রতিনিধিত্ব করছেন। বাংলায় বিজেপি আসবেই। তৃণমূলের (TMC) আমলে বাংলার প্রশাসন, আইন শৃঙ্খলা সবই এখন ধবংসের মুখে। আমাদের ৫ বছর সময় দিন। আমরা সোনার বাংলা গড়ে দেব’। এছাড়াও ‘আর নয় অন্যায়’ শ্লোগানও ধ্বনিত হয় তাঁর কণ্ঠে।
বিজেপি নেতা মুকুল রায় বলেন যদি ভারতবর্ষের কোন পাটির খমতা থাকে, তা হলে ৩৭০ধারার জন্য রাস্তায় নামুক তা হলে বুঝবো কতো দম আছে। এছাড়া তিনি আরো বলেন সিএএ-র সাথে ভারতীয়দের কোন সম্পর্ক নেই, এটা নাগরিকত্ব দেওয়ার বিল৷ এর জবাব বাংলায় মানুষ তৃণমূল দেবে। আগামী পৌরসভা ও বিধানসভায় ক্ষমতায় বিজেপি আসবে।
সোনার বাংলা মমতা দিদির শাসনকালে গঠিত হবে না। বিজেপিকে ক্ষমতায় আনুন, আমরা আপনাদের স্বপ্ন বাস্তবায়িত করব : শ্রী @AmitShah #AarNoiAnnay pic.twitter.com/achU8an5ZO
— BJP Bengal (@BJP4Bengal) March 1, 2020
বিমানবন্দর ১ নং গেট এবং পার্ক সার্কাসে বামেদের বিক্ষোভ শুরু হয়ে গেছে। গো ব্যাক, কালো পতাকা দেখিয়ে অমিত শাহকে ধিক্কার জানানো হয়। এমনকি অমিত শাহের কুশ পুতুলিকাও পুড়িয়ে স্বরাষ্ট্র মন্ত্রীর বিরোধীতা করে বিরোধীরা।