রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। আক্রান্ত হচ্ছেন একের পর এক নেতা মন্ত্রীরাও। মারা গিয়েছেন বিধায়কও। ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এবার করোনা আক্রান্ত হলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ব্যক্তিগত গাড়ির চালক! শুধু তিনিই নন, আক্রান্ত হয়েছেন তাঁর এক নিরাপত্তারক্ষীও। এমনিই খবর বিজেপি সূত্রে। ইতিমধ্যেই, করোনা পরীক্ষা করিয়েছেন দিলীপ ঘোষ নিজেও। রিপোর্ট আসার আগেই নিজেকে আইনসলেশনে রাখছেন তিনি।
TRending Now
‘বিজেপি দশটা মারলে আমিও বিশটা মারব” দল ঘোষণা করেই উস্কানিমূলক বয়ান...
মালদহঃ মালদায় একটি সভায় যোগ দিয়ে উস্কানিমূলক মন্তব্য করে ফের শিরোনামে ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকি। তিনি ওই সভা থেকে বলেন, বিজেপি যদি ১০ টা...