BSF এর হাতে ১০ ঘন্টা আটক থাকার পর অবশেষে মুক্তি পেলো বাংলাদেশের তিন RAB জওয়ান

মাই ইন্ডিয়া ডেস্কঃ কুমিল্লা সীমান্তে মাদক ব্যবসায়ীদের ধাওয়া করে ভারতে প্রবেশের অভিযোগে ভারতীয় গ্রামের স্থানীয় বাসিন্দাদের হাতে আটক র‌্যাবের ৩ সদস্য ও তাদের দুই নারী সোর্স-সহ পাঁচজনকে মুক্তি দিল বিএসএফ। প্রায় ১০ ঘণ্টা পর, বৃহস্পতিবার বিকেলে আশাবাড়ি সীমান্ত দিয়ে তাঁদের হস্তান্তর করেছে বিএসএফ।

 

 

র‌্যাব-১১ সিপিসি-২ এর ভারপ্রাপ্ত কম্যান্ডার মুহিতুল ইসলাম সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার সকালে র‌্যাব সদস্যরা কুমিল্লা থেকে আশাবাড়ি এলাকায় মাদক উদ্ধার অভিযানে যায়। সেই সময় মাদক চোরাকারবারীদের ধাওয়া করতে গিয়ে এক সময় র‌্যাবের কয়েকজন সদস্য অসাবধানতাবশত ভারতীয় সীমান্তের ভেতরে ঢুকে পড়েন। এরপরই ভারতীয় নাগরিকরা তাঁদেরকে আটক করে একটি পিস্তল, ৭টি বুলেট ও অন্যান্য সামগ্রী-সহ বিএসএফের কাছে হস্তান্তর করে।

 

বিজিবি-বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক শেষে তাঁদের ফেরৎ দেওয়া হয়। র‌্যাবের কনস্টেবল আবদুল মতিন, কনস্টেবল রিগেন বড়ুয়া, সৈনিক ওয়াহেদুল ইসলাম এবং দুই নারী সোর্স লিজা ও তার খালা ছিলেন সেই দলে।