‘পটল তরমুজ হয়ে গেছে’, হিন্দি গানে উদ্দাম নেচে নেটিজেনদের কটাক্ষের শিকার ছোট্ট ‘পটল’

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় হিয়া দে (Hiya Dey)নামটি খুবই চর্চিত এবং সমালোচিত। যদিও তাকে সবাই পটল নামেই বেশি চেনেন। হ্যাঁ পটল কুমার গানওয়ালা (Potol Kumar Gaanwala) সিরিয়ালের সেই ছোট্ট পটল। যদিও এখন সে আর ছোট্টটি নেই। এখন সে কিশোরী। আর যুগের সঙ্গে তাল মিলিয়ে সেও সবার মতোই সোশ্যাল মিডিয়া ব্যাবহার করে।

শুধু তাই নয়, হিয়া একজন সক্রিয় সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী। ইনস্টাগ্রামে তাঁর অনুসরণকারী সংখ্যা প্রায় ৭০ হাজারের কাছাকাছি।

প্রায়শই হিয়া নানান গানে নাচের রিল ভিডিও করে আপলোড করে সোশ্যাল মিডিয়ায়। আর যে কারণে তাকে ট্রোলও হতে হয়েছে বহুবার।

আর এবারও ঠিক তাই হলো। সম্প্রতি হিয়া হিন্দি গান ‘কাভি ইয়ার কাভি পার’-এ নাচের রিল ভিডিও বানিয়েছে। সেই ভিডিওতে হিয়াকে খুবই সাধারণ পোশাকে দেখা গিয়েছে।

ঘরে পরে থাকার সাধারণ প্যান্ট এবং লাল রঙের স্লীভলেস টপ। খোলা চুল এবং সম্পূর্ন নো মেকআপ লুক। দুর্দান্ত এক্সপ্রেশনের সঙ্গে নাচ করেছে হিয়া।

তবে, নেটিজেনদের একাংশরই পছন্দ হয়নি তার নাচ। আর সেই ফিডব্যাক তারা দিয়েছে এই নাচের ভিডিওটির কমেন্ট বক্সে। ভিডিওটি নেটিজেনদের চোখে পড়তেই শুরু হয়েছে ট্রোল ও কটাক্ষ। কেউ লিখেছেন, তোর খুব পিটুনির অভাব।

আবার কেউ বলেছেন, ভালো করে নাচ শিখে তারপর নাচ করতে। কেউ তো বাবা-মায়ের শিক্ষার দিকেই আঙ্গুল তুলেছে। কেউ আবার কমেন্ট করেছেন, পটল তরমুজ হয়ে গেছে। তবে, বরাবরের মতোই হিয়া এসব মন্তব্যের কোনো প্রতিক্রিয়া দেয়নি।