প্রাক্তন পাকিস্তানি (Pakistan) ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ (Javed Miandad) আগেই দাবি করেছিলেন যে যদি কেউ দেশের ক্ষতি করার চেষ্টা করে তাহলে তাকে কোনো ভাবেই ছেড়ে কথা বলবেন না তিনি। জাভেদ মিয়াঁদাদের মুখে কোন কথা আটকায় না, তিনি যে কোন মানুষকে যে কোন সময় চাঁচাছোলা ভাষায় আক্রমণ করতে পারেন। এবার তিনি সরাসরি আক্রমন করে বসলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে (Imran Khan), তাও আবার একেবারে চাঁচাছোলা ভাষায়।
এবার সরাসরি বিস্ফোরক দাবি করলেন জাভেদ মিয়াঁদাদ। তিনি দাবি করলেন প্রাপ্তন পাক অধিনায়ক তথা বর্তমানে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দেশের এবং দেশের মানুষের ক্ষতি করছে। আর তাই এবার ইমরান খানকে শাস্তি দেবেন তিনি। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ করলেন 1992 সালে বিশ্বকাপ জয়ী পাক দলে সদস্য জাভেদ মিয়াঁদাদ।
মিয়াঁদাদ তার ইউটিউব চ্যানেলে বলেছেন ইমরান খান দেশের প্রধানমন্ত্রী হয়ে তিনি নিজেকে আল্লাহ ভাবছেন। নিজের যা খুশি তাই করছেন, দেশ এবং দেশের মানুষের সাথে অনবরত বেইমানি করে চলেছেন। ওকে প্রধানমন্ত্রী পদে আমি বসিয়েছি। আমার সাহায্য ছাড়া ও কোনদিনও এত বড় একটি জায়গায় পৌঁছাতে পারতো না। আর এখন ও দেশের মানুষের সাথে দুর্নীতি করছে, তাই ওকে উপযুক্ত শাস্তি আমিই দেবো।