ইমরান আর পাক প্রধানমন্ত্রী নন, ক্যাবিনেট সচিবালয়ের বিজ্ঞপ্তিতে নাক কাটা গেল পাকিস্তানের

ইমরান খানকে প্রধানমন্ত্রী পদ থেকে অপসারণের জন্য বিজ্ঞপ্তি জারি করল পাকিস্তানের ক্যাবিনেট সচিবালয়। সংবাদ সংস্থা জিও নিউজের প্রতিবেদনে অনুযায়ী, পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি পাকিস্তানের ন্যশনাল অ্যাসেম্বলি ভেঙে দেওয়ার পরে ইমরান খান আর প্রধানমন্ত্রীর পদে বহাল রইলেন না।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিরোধীরা অনাস্থাভোটের দাবি তুলেছিলেন। সেই ভোটাভুটির কথা ছিল রবিবার। কিন্তু সেই অনাস্থা-প্রস্তাব বাতিল করেন ডেপুটি স্পিকার।

এর পরেই প্রেসিডেন্টের কাছে ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে ভোট করানোর আহ্বান জানান ইমরান। তাঁর প্রস্তাবমতো অ্যাসেম্বলি ভেঙে দেন প্রেসিডেন্ট। ফলে মেয়াদ শেষ করতে পারলেন না ইমরানও।

অনাস্থা-প্রস্তাব বাতিল করা প্রসঙ্গে পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাবল ভুট্টো জারদারি বলেন, ‘‘সরকার সংবিধান লঙ্ঘন করেছে। অনাস্থা প্রস্তাবে ভোট দিতে দেয়নি। ঐক্যবদ্ধ বিরোধী দল সংসদ ছাড়ছে না। আমাদের আইনজীবীরা সুপ্রিম কোর্টে যাচ্ছেন।’’

প্রসঙ্গত, পাকিস্তানের জন্মলগ্ন থেকে কোনও প্রধানমন্ত্রীই নিজেদের পাঁচ বছরের পূর্ণ মেয়াদ সমাপ্ত করেননি।