আমেরিকার হুমকিকে পাত্তা না দিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে কয়েক লক্ষ কোটি টাকার বাণিজ্যিক চুক্তি ভারতের

অস্ট্রেলিয়ার দুধ এ দেশে অর্ধেক দামে বিক্রি হলে বিপদে পড়বেন গোপালক, পশুপালকরা। সে দেশের সস্তার গম, কাবুলি চানা বাজারে এলে চাষিদের রুটিরুজিতে টান পড়বে। রাকেশ টিকায়েতের মতো কৃষক নেতারা বিরোধিতা করছিলেন। সঙ্ঘ পরিবারের সংগঠনগুলিও আপত্তি তুলেছিল।

জোড়া চাপের মুখে দুধ ও অন্যান্য ডেয়ারিজাত পণ্য, চাল, গম, চিনি, কাবুলি চানাকে বাদ দিয়েই অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তি সই করল ভারত। এর ফলে এ দেশের বস্ত্র, চামড়া, আসবাব, রত্ন-অলঙ্কার, যন্ত্রাংশ-সহ প্রায় প্রায় ৬ হাজার ক্ষেত্রের পণ্য বিনা বাধায় অস্ট্রেলিয়ার বাজারে বিক্রি হবে। তার উপরে কোনও শুল্ক চাপবে না।

কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের বক্তব্য, এ দেশ থেকে ১০০ টাকার পণ্য অস্ট্রেলিয়ার পণ্য রফতানি হলে তার মধ্যে ৯৬ টাকার পণ্যেই কোনও শুল্ক চাপাবে না অস্ট্রেলিয়া। এখন অধিকাংশ পণ্যে ৪ থেকে ৫ শতাংশ শুল্ক চাপে। প্রতি বছর ভারত থেকে ১,৮০০ জন রাঁধুনি ও যোগ প্রশিক্ষক অস্ট্রেলিয়ায় কাজ করতে যেতে পারবেন।

উল্টো দিকে অস্ট্রেলিয়া থেকে ভারতে আসা ৮৫ শতাংশ পণ্যেও শুল্ক তুলে নেওয়া হবে বা কমানো হবে। অস্ট্রেলিয়া এ দেশে কয়লা, অন্যান্য খনিজ পদার্থ রফতানি করে। যা ভারতের শিল্পে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। বাণিজ্য চুক্তির ফলে এই সব পণ্যে শুল্ক তুলে নেওয়ায় শিল্পে উৎপাদনের খরচ কমবে।

অস্ট্রেলিয়া থেকে আসা ডাল, উল, ভেড়ার মাংস, গলদা চিংড়ি থেকে আভাকাডো, চেরি, ব্লুবেরি, ন্যাসপাতি, স্ট্রবেরির উপরে শুল্ক তুলে নেওয়া হবে। ফলে সে দেশের কৃষক, খনি সংস্থাগুলি লাভবান হবে। দামি ওয়াইনের উপর শুল্ক কমায় তা সস্তা হবে।

রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর আশঙ্কা তৈরি হয়েছিল ভারত, অস্ট্রেলিয়া, জাপান এবং আমেরিকার চতুর্দেশীয় অক্ষ কোয়াড-এ চিড় ধরার। রাষ্ট্রপুঞ্জে রাশিয়া-বিরোধী প্রস্তাবে কোয়াডের বাকি সদস্যরা সই করলেও বার বার ভোটদানে বিরত থেকেছে নয়াদিল্লি।

তবে সেই আশঙ্কাকে অতিক্রম করেই আজ অস্ট্রেলিয়ার সঙ্গে এই বাণিজ্য চুক্তি সই করল ভারত। প্রধানমন্ত্রী যাকে উল্লেখ করলেন ‘ঐতিহাসিক মুহূর্ত’ বলে। কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল বললেন, ‘‘ভারত-অস্ট্রেলিয়া অংশিদারি আরও শক্তিশালী হবে এই চুক্তির ফলে।’’