তৃণমূলের পুলিশের মারে দাঁত ভাঙল স্থানীয় তৃণমূল নেতার, আর হাত ভাঙল ভাইস চেয়ারম্যানের!

মাই ইন্ডিয়া ডেস্কঃ তৃণমূলের পুলিশের মারে দাঁত ভাঙল স্থানীয় তৃণমূল নেতা তথা ভাইস চেয়ারম্যানের, হাত ভাঙল কাউন্সিলরের। উল্লেখ্য, হাত ভেঙেছে যাঁর সেই তিনিও তৃণমূল কংগ্রেসেরই নির্বাচিত কাউন্সিলর। ঘটনা কোন্নগরের হাতিকুল অঞ্চলের ১ নম্বর ওয়ার্ডের। এলাকার একটি মাঠ নিয়ে ঝামেলা। এলাকাবাসীর দাবি, এই জায়গা মালিকানাহীন। প্রমোটারের দাবি, যার জমি তার থেকে কিনে নিয়েছেন। শুক্রবার সকালে দীর্ঘদিনের পরিচিত সেই মাঠ প্রমোটার দখল নিতে এলে পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ বাঁধে। উল্লেখ্য, রান্না-খাওয়া ছেড়ে প্রতিবাদে নামেন এলাকাবাসী। যাদের মধ্যে ছিলেন প্রৌঢ়, শিশু, মহিলাও। যদিও মারমুখি পুলিশ রেয়াত করেনি। বেদম লাঠিচার্জ চলে। আহত হন পুরুষ মহিলা নির্বিশেষে।

এমনকী খোদ কোন্নগর পুরসভার ভাইস চেয়ারম্যান গৌতম দাসের দাঁত ভেঙে যায় পুলিশের মারে। অন্যদিকে হাত ভাঙে যে অঞ্চলে বিতর্কিত মাঠ সেই ১ নং ওয়ার্ডের কাউন্সিলর মোনালিসা নাগেরও। গোটা ঘটনায় হতবাক গৌতম ও মোনালিসা। প্রমোটারের হয়ে পুলিশের এমন ভূমিকার হতবাক তাঁরা। উল্লেখ্য, এই ঘটনার পর অরাজনৈতিক মাঠ বাঁচাও কমিটি জিটি রোড অবরোধ করে। তাঁরা বৃহত্তরও আন্দোলনে যাবেন বলে জানান।

তৃণমূল কাউন্সিলর মোনালিসা নাগ জানান, গোটা ঘটনায় অসংখ্য প্রতিবাদী এলাকাবাসী আহত হয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এক প্রৌঢ়া গুরুতর আহত হয়ে কোন্নগর হাসপাতালের আইসিইউ বিভাগে চিকিৎসাধীন। মোনালিসার কথায়, ”আইনরক্ষক পুলিশের নির্লজ্জ ভূমিকা দেখে আমি অবাক”।