বলিউড মানে এমন একটা জায়গা যেখানে সেলিব্রিটিরা নিজেদের মেলে ধরতে পারেন। এই বলিউডে প্রায় সময়ই নতুন নতুন ফ্যাশনের দেখা মেলে। নিত্য নতুন ফ্যাশনে নিজেদের মেলে ধরে ভক্তদের মন জয় করে নেন সেলিব্রিটিরা। আবার অনেক সময় এই ফ্যাশনের জন্য ট্রোলের শিকার হতে হয় তাদের। এবার তেমনই ওভার ফ্যাশনের জন্য ট্রোলের শিকার হলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী পরিণীতি চোপড়া
একটি ফটো ভাইরাল হয়েছিল যেখানে নীল রঙের ডিপ নেক ওয়ান পিস ড্রেস পরেছিলেন নায়িকা। যা পরিণীতির শরীরের তুলনায় অনেকটাই টাইট। বেশ অস্বস্তিকর পরিস্থিতিতেই পড়েছিলেন পরিণীতি। ড্রেসটির সাথে তিনি কোনো অন্তর্বাস ব্যবহার করেননি যা ক্যামেরায় আরো অস্বস্তিকর পরিস্থিতির চিত্র উঠে গিয়েছিলো।
পরে অবশ্য পরিণীতি নিজেই সেই ব্যাপারটি বুঝতে পারে এবং নিজেকে আড়াল করার চেষ্টা করে। তবে paparazzi -দের ক্যামেরার থেকে কি আর ছাড় পাবে। খোলা চুল, হালকা মেকআপ ও বোল্ড লুকে নায়িকাকে অসাধারণ লাগছিলো। তবে নেটিজেনরা ‘চিপ পাবলিসিটি’ ও ‘লাইমলাইটে আসার একটা কৌশল’ বলেছেন মাত্র। অভিনয়ে তেমন একটা দেখা যায়না তাই এই ধরণের কাজকর্ম করেই সবার মুখে মুখে থাকতে চান। এই ধরনের কথাও শুনতে হয়েছিল নায়িকাকে।
ডিরেক্টর ‘Sooraj Barjatya’ পরের ছবি ‘Uunchai’ ছবিতে অভিনয় করছেন পরিণীতি চোপড়া। ‘Abhishek Bachchan’, Anupam Kher’ এই সিনেমায় অভিনয় করবেন। Ranbir Kapoor -এর সাথে ‘Animal’ সিনেমাতেও মুখ্য ভূমিকায় অভিনয় করছেন নায়িকা। সব শেষে Anurag Basu -র বিখ্যাত সিনেমা ‘Life In A Metro 2’ তে এবার অভিনয় করছেন পরিণীতি। যেখানে তার বিপরীতে দেখা যাবে অভিনেতা রাজকুমার রাওকে।