ফিরহাদ হাকিমকে (Firhad Hakim) আক্রমণ রাহুল সিনহার (Rahul Sinha) ৷ বললেন, ”ওকে পাকিস্তানে (Pakistan) পাঠিয়ে দেওয়া উচিত ৷” প্রসঙ্গত, আজ কলকাতায় ফিরহাদ হাকিম বলেন, কেন্দ্রীয় সরকার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণ নষ্ট করার চেষ্টা করছে ৷ সেই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে রাহুল সিনহা বলেন, ”ফিরহাদ হাকিম বড় বড় কথা বলছে ৷ যে কি না গার্ডেনরিচে প্রচার করে বলেছিল, এটা মিনি পাকিস্তান ৷ যে পশ্চিমবঙ্গের একটি জায়গাকে মিনি পাকিস্তান আখ্যা দেয়, তার দেশে থাকারই অধিকার নেই ৷ ওকে মিনি পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত ৷ এখানে থাকারই ওর কোনও অধিকার নেই ৷ আমরা দয়া করে থাকতে দিয়েছি, তাই আছে ৷ বড় বড় কথা বলা বন্ধ করুক ৷”
Related Articles

এই বিশেষ পদ্ধতিতে ড্রাইভিং লাইসেন্স সঙ্গে না থাকলেও চালাতে পারবেন গাড়ি! কেউ কিছু বলবে না
April 3, 2022

অভিনেত্রী পায়েলের সঙ্গে দুর্দান্ত রোমান্টিক নাচ সৌরভের, ‘ডোনাদি ঝাঁটা মারবে’, মন্তব্য নেটিজেনের
April 3, 2022