এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) পর্দায় জনপ্রিয় রিয়েলিটি শো ‘দাদাগিরি’ (Dadagiri Season 9)। সাধারণ মানুষ হোক বা সেলিব্রেটি সকলকে নিয়েই দাদার সহজ সরল সাবলীন সঞ্চালনা সিজেনের পর সিজেন ধরে মন জয় করে রেখেছেন দর্শকদের।
২২ গজ হোক বা দাদাগিরি র মঞ্চ সব জায়গাতেই তিনি ছক্কা হাঁকান বলে বলে। তিনি যে আসলেই সবার দাদা তা বহুবার প্রমান করেছেন ‘দাদাগিরি’ র মঞ্চে।
তবে, খুব শীগ্রই যে দাদাগিরি এই সিজন শেষ হতে চলেছে তা সৌরভ (Sourav Ganguly) নিজেই জানিয়েছেন। সম্প্রতি একটি ভিডিও খুব ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
যেখানে দেখা যাচ্ছে, দাদার মঞ্চে হাজির হয়েছিলেন টলিউড (Tollywood) অভিনেত্রী পায়েল সরকার (Paayel Sarkar)। ডার্ক বেগুনি রঙের সিকোয়েন্সের শাড়িতে এদিন দেখা মিলেছে পায়েলের।
এদিন ‘দাদাগিরি’র মঞ্চে মহারাজা সৌরভ গাঙ্গুলির সঙ্গে বল ড্যান্স করতে দেখা গেল নায়িকাকে। অরিজিৎ সিং র ‘সাজনা’ গানে নাচতে দেখা যাচ্ছে দুজনকে।
এদিন সৌরভের (Sourav Ganguly) পরনে ছিল নীল রঙের স্যুট। পায়েল ও সৌরভের নাচের ভিডিও (Video) শেয়ার হতেই একের পর এক কমেন্টের বন্যায় ভরিয়েছেন নেটিজেনরা।
কেউ লিখেছেন যে – ‘ওয়েল প্লেড দাদা’। কেউ লিখেছেন ‘সৌরভ স্যার কি লাইনে এসে গেলেন আপনি’। আবার একজন লিখেছেন যে ‘এবার বাড়ি যাও ডোনা দি ঝাটা নিয়ে রেডি হয়ে আছে’।