সৌন্দর্যের বিচারে বলি অভিনেত্রীদের কয়েক গোল দেবে সানি দেওলের স্ত্রী, দেখুন তার ছবি

এই মুহূর্তে বলিউডের প্রথম সারির অভিনেতাদের মধ্যে একজন হলেন সানি দেওল। সানি দেওল সেই সমস্ত অভিনেতা দের দলে পড়েন যারা অল্প কয়েকদিনের মধ্যেই নিজেদের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন। বর্তমানে খুব একটা সিনেমা করেন না সানি দেওল, তবে একটা সময় বলিউড মানেই ছিল সানি দেওল।

ফাইট সিন হোক বা রোম্যান্টিক সবেতেই তাঁর জুড়ি মেলা ভার। বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের সঙ্গে সানি দেওলের রোমান্টিক সিন মন জয় করে নিয়েছিল বলিউড ভক্তদের।

সম্প্রতি সিনেমা না করলেও ফের একবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন সানি দেওল। তবে এবার তার কোন সিনেমার জন্য নয়, সানি দেওয়ালকে নিয়ে আলোচনার মূল কারণ তার স্ত্রী।

ভারতবর্ষের বুকে সেলিব্রিটিদের লাইভ স্টাইল নিয়ে সাধারণ মানুষের মধ্যে বরাবরই এক আগ্রহ থাকে। সেটা তার প্রেমের জীবন হোক বা বৈবাহিক সম্পর্ক সেলিব্রিটিদের জীবনে কি চলছে সেটা নিয়ে জানার আগ্রহ সকলেরই থাকে।

সানি দেওলের স্ত্রীর নাম পূজা দেওল। নিজের বৈবাহিক সম্পর্ক নিয়ে কখনই প্রকাশ তেমন হবে কিছু বলেননি সানি দেওল কারণ তিনি তার পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফে কখনই এক করতে চাননি। তবে সৌন্দর্যের বিচারে সানি দেওলের স্ত্রী পূজা দেওল বলিউডের বড় বড় অভিনেত্রীদের টেক্কা দিতে পারেন।