সোশ্যাল মিডিয়ায় অদ্ভুত ধরণের মন্তব্য করার জন্য চর্চায় থাকা অভিনেত্রী স্বরা ভাস্কর আরো একবার শিরোনামে এসেছেন। সম্প্রতি দেশে লাভ জি’হাদ নিয়ে চর্চা তুঙ্গে, এরমধ্যে স্বরা ভাস্কর লাভ জি’হাদকে সমর্থনকে এক টুইট করেছেন। স্বরা ভাস্কর বলেছেন, মুসলিম ছেলেরা বেশি ভালো প্রেম করতে পারে যেটা হিন্দুত্ববাদীরা পারে না।
বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর বলেছেন,মুসলিম পুরুষদের থেকে বেশি প্রেম পাওয়া যায়। সং’ঘীদের দ্বারা এটা ভালো করে হয় না। তাই সং’ঘীরা আমাদের মুসলিম পুরুষদের কাছে যেতে দিতে চাই না। স্বরা ভাস্করের এই টুইটের উপর বেশ বি’তর্ক তৈরি হয়েছে।
Wait.. so basically Sanghis don’t want us to get with Muslim men because they know they are better lovers?!?!?!? 🤣🤣🤣🤣 यार थोड़ा तो भरोसा रखो अपनी भी skills पर.. oh sorry.. आपसे तो ये भी नहीं हो पाता!!!!! #इनसेनाहोपाएगा #SanghiShittyLovers https://t.co/F1XT96LUJ9
— Swara Bhasker (@ReallySwara) October 15, 2020
সোশ্যাল মিডিয়ায় অনেকে অভিনেত্রীকে পাল্টা উত্তর দিয়েছেন। অনেকে বলেছেন, আপনাকে মুসলিম পুরুষের কাছে যেতে কে বাধা দিয়েছে? কেউ আবার স্বরা ভাস্করকে প্রশ্ন করেছেন আপনি কি করে এতকিছু উপলব্ধি করলেন?
How many lovers have you had to do such statistics? Your tweets throw you in such a bad light.. I am sure there must be some saving grace in you!🤣🤣
— Meena Das Narayan (@MeenaDasNarayan) October 16, 2020
একজন সোশ্যাল মিডিয়ায় ইউজার অভিনেত্রীকে ট্যাগ করে বলেন, এগুলো আপনি ভালো বলতে পারেন, অনেক ঘটনা আছে তো। আপনি তো আবার আত্মনির্ভর। আরেক নেটিজন বলেছেন, আপনি আপনার মানসিকতা আগে ঠিক করুন।