কি ভাবে হচ্ছে করোনার টেস্ট? গ্লাস আর চামচ দিয়ে বুঝিয়ে দিলেন তৃণমূল নেতা! প্রশংসা বিশ্ব জুড়ে

বিরোধী দল গুলো বরাবরই অভিযোগ করে আসছে যে বাংলায় করোনা আক্রান্ত রোগীদের সংখ্যা কম তাঁর প্রধান কারণ হল মমতা ব্যানার্জীর (Mamata Banerjee) সরকার রাজ্যে ঠিক ভাবে করোনার টেস্টই করাচ্ছে না। এমনকি বিরোধীরা এও বলছে যে, মমতা ব্যানার্জী নিজের মহিমা বজায় রাখতে রাজ্যে ইচ্ছে করে করোনার সংখ্যা কম দেখাচ্ছে।

বিরোধীদের জবাব দিতে ফেসবুকে একটি ১০ মিনিটের ভিডিও ছাড়লেন তৃণমূল (all india trinamool congress) নেতা দেবাংশু ভট্টাচার্য। ওনার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছাড়ার পরেই আগুনের মতো ভাইরাল হয়ে যায়। উনি ওই ভিডিওতে পরিস্কার ভাবে বুঝিয়ে দেন যে, রাজ্যে কেন করোনার টেস্ট কম হচ্ছে।

আর উনি বিরোধীদের জবাব দেওয়ার জন্য বেছে নেন শুধুমাত্র পাঁচটি গ্লাস আর তিনটি চামচ। ব্যাস এই কয়েকটি উপকরণ দিয়েই উনি পরিস্কার ভাবে রাজ্য তথা দেশের জনগনকে বুঝিয়ে দেন যে কেন রাজ্যে টেস্টের সংখ্যা কম।

ওনার ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ওনার পেজ থেকে এবং অনেকেই নিজের টাইমলাইনে থেকে এত ভাইরাল হয়েছে যে, গোটা দেশে ছড়িয়ে পড়েছে। কিছু কিছু তৃণমূলের কর্মী সমর্থক বলছে যে, ওনার এই ভিডিওর প্রশংসা গোটা বিশ্ব জুড়েই হচ্ছে। কারণ এখনো পর্যন্ত কেউ এত সুন্দর ভাবে কাউকে বুঝিয়ে দিতে পারেন নি। এমনকি ডাক্তার আর বিজ্ঞানিরাও এই পন্থা অবলম্বন করতে পারেন নি।