সূত্রের খবর অনুযায়ী, সম্প্রতি চালসার এক হোটেলে মাল পুরসভায় তৃণমূলের দুই প্রাক্তন কাউন্সিলরের সঙ্গে বৈঠক করেন কোচবিহারের বিজেপি সাংসদ। এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। কেন নিশীল প্রামাণিকের সঙ্গে বৈঠকে বসতে গেলেন, ২ প্রাক্তন তৃণমূল কাউন্সিলর, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে।
স্থানীয় সূত্রে জানা দিয়েছে, ওই দুই নেতার সঙ্গে মাল পুরসভার চেয়ারম্যানের দূরত্ব তৈরি হয়েছে। পাশাপাশি দলের অন্য নেতারা তাঁদের সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করেছেন।
সম্প্রতি বিজেপি সাংসদের সঙ্গে আলোচনার খবর প্রকাশ্যে আসতেই তৃণমূলের অন্দরেও অস্বস্তি বহুগুণ বেড়েছে। প্রশ্ন উঠেছে, তাহলে কি কোচবিহারের সাংসদের হাত ধরে ওই দুই নেতা কি তাহলে বিজেপির পথে পা বাড়াচ্ছেন। যদিও এই দুই নেতার দাবি, বিজেপি নেতারাই তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছেন।
যদিও এই ধটনাকে গুরুত্ব দিচ্ছে না তৃণমূল নেতৃত্ব। মাল পুরসভার প্রশাসক স্বনপ সাহা জানিয়েছেন, আসন্ন পুরভোটে ওই দুজনকে টিকিট দেওয়া হবে না। ওই দুই নেতার বিরুদ্ধে দলে থেকে দল বিরোধী কাজের অভিযোগও তিনি তুলেছেন।
স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, শুধু এই দুই বিদায়ী কাউন্সিলরই নন, আরও বেশ কয়েকজন তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছেন। বিজেপি ভবিষ্যতে মাল পুরসভা দখল করবে, দাবি করেছে বিজেপি নেতৃত্ব।