মমতা ব্যানার্জীর (Mamata Banerjee) রাজনৈতিক পরামর্শদাতা হিসেবে তৃণমূলের (All India Trinamool Congress) দায়িত্ব নিয়েছেন প্রশান্ত কিশোর (Prashant Kishor)। আর এর জন্য উনি খেটেও চলেছেন প্রচুর। উনি দায়িত্ব কাঁধে নেওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের আইটি সেল ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে।
মমতা হয়ে প্রচার এবং বিরোধীদের তুলোধোনা করার জন্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপক অ্যাক্টিভ এই আইটি সেল। বিভিন্ন পেজ, গ্রুপ আর নিজস্ব প্রোফাইল দিয়ে চলছে বাংলার গর্ব মমতার প্রচার। তবে এই প্রচারের মধ্যে বাধ সাধল আচমকাই ভাইরাল হওয়া তৃণমূলের গোপন তথ্য।
রাজ্যের শাসকদলের অনুগামীদের পক্ষ হতে প্রতিটি জেলা অনুযায়ী খোলা হয়েছে একটি করে হোয়াটস অ্যাপ গ্রুপ সেই গ্রুপে রয়েছেন শয়ে শয়ে তৃণমূলের কর্মী সমর্থকরা। কিন্তু হঠাৎ ওই গোপন গ্রুপ গুলোর তথ্য ফেসবুলে ভাইরাল হয়ে যায়।
বিশেষত ওই গ্রুপ গুলো তৈরি হয়েছে বিরোধীদের পেজ, প্রোফাইল এবং গ্রুপ গুলোকে রিপোর্ট করার জন্য। তাদের এই গোপন অভিযান অনেক সফলও হয়েছিল, কিন্তু গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ায় বিপাকে তৃণমূল। ওই গ্রুপ গুলোর স্ক্রিনশট এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। গ্রুপের সদস্যদের নাম, ফোন নং এবং গ্রুপের আসল উদ্দেশ্য সবার সামনে উজাগর হয়েছে।
কিন্তু কে বা কারা এই কাজ করল, সেটা নিয়ে ধন্দে তৃণমূল নেতৃত্ব। যেহেতু গ্রুপে বাছাই করে সদস্য ঢোকানো হয়েছিল, সেহেতু গোপন তথ্য ফাঁস হওয়ার প্রশ্নই ওঠেনা। তাহলে কি প্রশান্ত কিশোরের স্বপ্নের অভিযানে কি কলঙ্ক লাগল? অন্তর্দ্বন্দ্ব এর কারণেই কি শেষে সব তথ্য ফাঁস? তদন্তে নেমেছে পিকের টিম।