অন ক্যামেরায় পোশাক পড়লেন উরফি জাভেদ, তুমুল ভাইরাল ভিডিও

এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন উরফি জাভেদ। সোশ্যাল মিডিয়া হোক কিংবা সংবাদপত্র সব জায়গাতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন উরফি জাভেদ। বিগ বস’ র ঘর থেকেই তাঁর পরিচিতি পাওয়ার শুরু। এছাড়াও বর্তমানে তিনি একজন টেলিভিশন অভিনেত্রীও বটেন।

প্রায় দিনই কোন না কোন কান্ড ঘটিয়ে চলেছেন উরফি। সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে আলোচনার শেষ নেই। এক কথায় বলা ভালো কিভাবে শিরোনামে থাকতে হয় সেটা ভালো ভাবেই জানেন উরফি জাভেদ।

উরফির খবরের শিরোনামে উঠে আসার পেছনে সব চেয়ে বড় কারন তার অবাক করা লাইফ স্টাইল। প্রায় দিনই নিত্যনতুন পোশাক পড়ে সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি আপলোড করে থাকেন উরফি। আর তার কারণেই তিনি খবরের শিরোনামে উঠে আসেন। বেশিরভাগ সময়ই সমালোচনার মুখে পড়তে হয় তাকে তবে সেই সবে পাত্তা দিতে নারাজ অভিনেত্রী।

এবার ক্যামেরার সামনেই নিজের পোশাক পড়ে সবাইকে অবাক করে দিলেন উরফি। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন উরফি। সেখানে দেখা যাচ্ছে, উরফির পরনে রয়েছে চিতাবাঘ প্রিন্টের ব্র্যালেট টপ এবং স্কার্ট।

যে ব্র্যালেটটি পরেছিলেন তা আসলে একটি অফ শোল্ডার টপ। আর টপের হাতা পিছনে বাঁধা ছিল। ক্যামেরার সামনেই উরফি হাতা দুটি বের করে পরে নেয়। তার এই সাহসী স্টাইল আবারও একবার নেটিজেনদের অবাক করেছে।